Marxists Internet Archive
Bangla Section


ডেমোক্রেটিয় ও এপিকিউরিয় প্রকৃতির দর্শনের পার্থক্য

কার্ল মার্কস


সূচীপত্র

উৎসর্গ

পিতৃ প্রতীম বন্ধুর প্রতি,
লুডভিগ ফন ভেস্টাফলেন,
ত্রিয়ের,
লেখক উৎসর্গ করছেন
সন্তানসম ভালোবাসার
এই কয়েক চরণ
অতি প্রিয় তোমার নামখানি যদি এ নগণ্য রচনার শিরোভাগে বসাই, তুমি আমায় ক্ষমা করবে। আমার ভালোবাসার সামান্য প্রমাণ দিতে আর কোন সুযোগের অপেক্ষায় থাকার মত ধৈর্য্য আমার নেই।
যারা এই ধারণাতে সন্দেহ করে তারাও যেন আমার মত সৌভাগ্যবান হয়, তারাও যেন এমন একজন প্রবীণকে শ্রদ্ধা করতে পারে যার তারুণ্যের শক্তি আছে, যিনি উদ্দীপনা আর সত্যের প্রঞ্চা দিয়ে সময়ের প্রতিটি অগ্রবর্তী পদক্ষেপকে অভিনন্দন জানান; আর যিনি জগতের সব মরমকে প্রতিভাসিত করা ডাকের সুগভীর সম্মোহনকারী সূর্য-উজ্জ্বল ভাববাদের সাথে কখনো নুয়ে পড়েন না পশ্চাদগামী প্রেতাত্মাদের ঘন কালো ছায়ার সামনে, ঝুঁকে পড়েন না সময়ের কালো মেঘ দেখে; বরং দেবোপম শক্তি আর পুরুষোচিত দৃঢ়তা নিয়ে সব আবরণ ভেদ করে তাকান জগতের হৃদয়ে প্রজ্জ্বলিত মহাজ্যোর্তিময় আলোর দিকে। ভাববাদ যে কল্পনার তন্তু নয়, হে আমার পিতৃসম বন্ধু, তুমি আমার কাছে ছিলে তার চাক্ষুষ প্রমাণ।
তোমায় শারীরিক সু-স্বাস্থ্যের প্রার্থনা করবো না। বিভূতি শ্রেষ্ঠ মরমই শ্রেষ্ঠ চিকিৎসক, তুমি যার কাছে সমর্পণ করেছো নিজেকে।

পরবর্তী অংশ