Marxists Internet Archive
Bangla Section


অর্থনৈতিক ও দার্শনিক খসড়া

কার্ল মার্কস


সূচীপত্র

বিষয়পঞ্জী

অমূর্ত ও মূর্ত - হেগেলের পূর্বে মূর্ত কে প্রধানত সংবেদনগতভাবে প্রত্যক্ষিত স্বতন্ত্র বিষয় এবং প্রপঞ্ঝের বহুস্তর গঠনতা এবং অমূর্তকে কেবল মনের উৎপাদন বোঝানো হত। হেগেল এদের কুঁড়ি এবং ফল হিসেবে ব্যখ্যা করেন। অমূর্ত মূর্তের উল্টো নয়, বরং খোদ্‌ মূর্তের বিকাশের একটা দশা মাত্র। অমূর্ত হল অবিকাশিত মূর্ত। কোন বিষয়ের মূর্ততা হল ঐ বিষয়ের প্রেক্ষিতের বিষয়গত অন্তঃসম্পর্ক, যা নির্ধারিত হয় তার মাঝে নিহিত প্রামাণিক, নিয়মগত সম্পর্ক দ্বারা।
অমূর্ত্তায়ন - কোন নির্দিষ্ট ব্যাপারকে কোন অখন্ডতা থেকে আলাদা করা বা ঐ ব্যাপারের সাধারণীকৃত চিত্র উপস্থাপন করা।
অস্তিত্ব - পরিবর্তনযোগ্য জিনিসের তাদের অন্তঃসংযোগ শৃঙ্খল এবং মিথঃস্ক্রিয়ায় সমগ্র বহুমুখীনতা। জিনিসের অস্তিত্বকে তাদের ভেতরকার সত্তা বা তাদের সার সত্তায় সঙ্কুচিত করা যায় না।
আঙ্গিক - এই দার্শনিক ক্যাটেগরি কোন প্রপঞ্ঝের উপাদান এবং প্রক্রিয়ার নিজেদের মাঝে এবং পরিপার্শ্বিকতার সাথে -উভয় ক্ষেত্রেই- ঐ প্রপঞ্ঝের অন্তর্গত সংযোগ, পদ্ধতি এবং মিথঃস্ক্রিয়া প্রকাশ করে।
ক্যাটেগরি - দর্শনে, যেই মূল ধারণা যা বাস্তবতা এবং ঞ্চানের প্রপঞ্ঝের সবচেয়ে সাধারণ ও প্রামাণিক উপাদান, দিক এবং সম্পর্ক প্রতিফলিত করে।
চৈতন্য - বিষয়গত বাস্তবতার প্রতিফলনের উচ্চতম আঙ্গিক। এ হল মানুষের মানসিক প্রক্রিয়ার মোট সমগ্র যা বিষয়গত জগত এবং মানুষের ব্যক্তিগত সত্তা অনুধাবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
চিন্তা - বিশেষভাবে সংগঠিতভাবে সাজানো ব্যাপার হিসেবে মস্তিষ্কের সর্বোচ্চ উৎপাদন, যে সক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গত মহাবিশ্ব ধারণা, যাচাই তত্ত্ব, ইত্যাদিতে প্রতিফলিত হয়।
জিনিস - আপেক্ষিক মুক্ততা এবং সুস্থিত অস্তিত্ব ধারণ করা বস্তুজগতের যে কোন অংশ।
ধারণা - মনের মধ্যে জগতের প্রতিফলনের আঙ্গিকগুলোর একটি। এর সাহায্যে প্রপঞ্ঝের এবং প্রক্রিয়ায় সারসত্তা চিনে নিয়ে তাদের প্রামাণিক প্রেক্ষিত এবং গুণাবলীকে সাধারণীকরণ সম্ভব হয়।
প্রত্যক্ষন - যার মাঝ দিয়ে জীব তথ্য গ্রহন করে প্রতিক্রিয়া করে, যা মানুষকে বিষয়গত বাস্তব প্রতিফলিত করতে এবং পারিপার্শ্বিক জগতে নিজের অবস্থান খুঁজে নিতে সক্ষম করে।
প্রপঞ্চ - সংবেদনের মাধ্যমে, অভিঞ্চতায় প্রত্যক্ষণের বিষয়।
প্রামাণিক উপাদান - কোন জিনিসই প্রামাণিক উপাদান ছাড়া অস্তিত্বশীল থাকতে পারে না। প্রামাণিক উপাদান বিষয়টির সারসত্তা দিয়ে নির্ধারিত হয়। প্রামাণিক উপাদান হচ্ছে কোন বিষয়ের অত্যাবশ্যকীয় গুণ, যা ছাড়া ঐ বিষয় আর ঐ বিষয় থাকেনা।

পরবর্তী অংশ